দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

ইবি প্রতিনিধি- সিসিএস এর যুব সংগঠন কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ (সিওয়াইবি) এর সেরা শাখা হিসেবে মনোনীত হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা। সেরা সংগঠক হিসেবে মনোনীত হয়েছেন একই শাখার অর্থ সম্পাদক গোলাম রব্বানী। শুক্রবার (২৫ মার্চ) সিওয়াইবি ইবি শাখার সভাপতি শাহেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সেরা সমন্বয়ক নির্বাচিত হয়েছেন সিওয়াইবি ইবি শাখার সাবেক সভাপতি ও বর্তমান কেন্দ্রীয় শাখার সাধারণ সম্পাদক ইমরান শুভ্র এবং আকতার হোসেন আজাদ, সেরা জেলা সমন্বয়ক নির্বাচিত হয়েছেন একই শাখার সদস্য রাসেল হোসেন (বাগেরহাট জেলা সমন্বয়ক) এবং সেরা থানা সমন্বয়ক নির্বাচিত হয়েছেন একই শাখার সদস্য মেহেদী হাসান মুরাদ (মিঠাপুকুর থানা সমন্বয়ক)। জানা গেছে, গত বৃহস্পতিবার ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ভোক্তা অধিকার সংগঠন কনশাস কনজ্যুমার্স সোসাইটি এই সম্মেলন ও সম্মাননা প্রদান অনুষ্ঠান সেরা শাখা হিসেবে সম্মাননা স্বারক দেয়া হয়। এসময় কার্যক্রমের উপর ভিত্তি করে ৪২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে চারটি শাখা সেরা হিসেবে মনোনীত হয়েছেন। মনোনীত অন্য শাখাগুলো হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান। বিশেষ বক্তা ছিলেন সাবেক অতিরিক্ত সচিব মাহবুব কবীর মিলন ও পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ। সম্মেলনে ৪৬টি জেলা ও ২০টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সিসিএস ও এর অঙ্গ সংগঠন ‘কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ’ (সিওয়াইবি) এবং ‘সিসিএস স্বেচ্ছাসেবী’র প্রায় ৩০০ সংগঠক অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে দিনব্যাপী কর্মশালার পাশাপাশি ভোক্তা অধিকার সুরক্ষায় প্রতিবেদন প্রকাশ করার জন্য মুদ্রিত সংবাদপত্র, অনলাইন পোর্টাল ও টেলিভিশনের ১০ জন সাংবাদিককের পুরস্কার দেওয়া হয়। এছাড়া ভোক্তা স্বার্থ ও অধিকার রক্ষায় অসামান্য অবদানের জন্য ৪ জনকে ও বিশেষ সম্মাননা দেওয়া হয়। এ বিষয়ে সিওয়াইবি ইবি শাখার সভাপতি শাহেদুল ইসলাম বলেন, ভোক্তাদের অধিকার সংরক্ষণ ও ভেজাল খাদ্য প্রতিরোধে কনজুমার ইয়ুথ বাংলাদেশ (সিওয়াইবি) ইবি শাখা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সাধারণ শিক্ষার্থীদের মাঝে একজন ভোক্তা হিসেবে তাদের যে অধিকার রয়েছে সে সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমরা ভবিষ্যতে জনগণকে তাদের অধিকার সম্পর্কে সচেষ্ট করবো এবং সারা বাংলাদেশে ভোক্তা অধিকার সংরক্ষণ ও নিরাপদ খাদ্য নিশ্চিত করণে সিওয়াইবি ইবি শাখা দায়িত্বশীল ভূমিকা পালন কবে। উল্লেখ্য, বেসরকারী ভোক্তা অধিকার সংস্থা কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস) ২০১৩ সাল থেকে দেশে খাদ্যে ভেজাল প্রতিরোধ ও ভোক্তা অধিকার রক্ষায় সচেতনতা সৃষ্টিতে কাজ করে যাচ্ছে। সংগঠনটি দেশের ৩৩৫টি থানা, ৬১টি জেলা ও ৪২টি বড় শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ১২ হাজার স্বেচ্ছাসেবীদের নিয়ে সক্রিয় ভূমিকা রাখছে। সিসিএস এর যুব শাখা হিসেবে সিওয়াইবি ইবি শাখা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে খাদ্যে ভেজাল প্রতিরোধ ও ভোক্তা অধিকার বাস্তবায়নে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতা সৃষ্টি ও প্রশিক্ষণমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version