দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

রাজধানীর শাহজাহানপুরে এক আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যার ঘটনায় বলি হয়েছেন কলেজছাত্রী সামিয়া আফরিন প্রীতি। এই ঘটনায় একমাত্র মেয়েকে হারিয়ে শোকে পাথর হয়ে গেছেন তার মা শেফালী বেগম। কারও সঙ্গে কোনো কথা বলছেন না। তার চোখ দিয়ে শুধু গড়িয়ে পড়ছে শোকের অশ্রু।

এদিকে এই ঘটনায় নিহত আওয়ামী লীগ নেতার স্ত্রী মামলা করেছেন। তবে প্রীতির পরিবারের কেউ মামলা করতে চান না। যেহেতু বিষয়টি রাজনৈতিক এজন্য তারা কোনো ঝামেলায় জড়াতে চান না।

বৃহস্পতিবার (২৪ মার্চ) রাত ১০টার দিকে শাহজাহানপুরের আমতলা মসজিদ এলাকায় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে নিহত হন আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু এবং কলেজছাত্রী সামিয়া আফরিন প্রীতি। টিপু মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। তাকে লক্ষ্য করে ছোড়া গুলিতেই নিহত হন রিকশা আরোহী কলেজছাত্রী প্রীতি।

শুক্রবার দুপুর ১২টার দিকে রাজধানীর পশ্চিম শাহজাহানপুরের ২১৮ নম্বরে নিহত প্রীতির বাসায় গিয়ে দেখা গেল, সেখানকার পরিবেশ শোকে স্তব্ধ। স্বজনরা কেউ কোনো কথা বলছেন না। ঘর থেকে কান্নার শব্দ আসছিল। ‌

স্বজনদের সঙ্গে কথা বলার সময় তাদের চোখে-মুখে আতঙ্ক লক্ষ্য করা যায়। তারা মনে করছেন, এটি একটি রাজনৈতিক হত্যাকাণ্ড। সেই হত্যাকাণ্ডের বলি হয়েছেন প্রীতি। এ কারণেই তারা কোনোভাবে মামলা করতে চান না।

কেন মামলা করতে চান না এর ব্যাখ্যাও দিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক প্রীতির এক খালাতো বোন। ‌তিনি জানালেন, প্রীতিরা এক ভাই এক বোন। প্রীতি এখন নেই। ‌‌তার বাবা-মায়ের একমাত্র সম্বল ছেলে সামি। সে এবার এসএসসি পরীক্ষা দেবে। সেই সন্তানের ওপর এই ঘটনার কোনো প্রভাব পড়ুক সেটা তারা চান না। ‌প্রীতির খালাতো বোন বলেন, বিষয়টি রাজনৈতিক হওয়ায় আমরা পরিবারটিকে শত্রুর মুখে ফেলে দিতে পারি না।

পরিবার জানায়, প্রীতি এবার রাজারবাগ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাস করেন। সামনে অনার্স ভর্তির জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। ঘটনার সময় তিনি তার বান্ধবীর বাসা থেকে নিজের বাসায় আসছিলেন। পথেই হত্যাকাণ্ডের শিকার হন।

শুক্রবার সকাল থেকে বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা প্রীতির বাসায় ভিড় করেন। তবে তার স্বজনরা তেমন কোনো কথা বলেননি। কথা বলতে অনেকটা অনীহা ছিল তাদের।  কিন্তু তিনি কোনোভাবে নিজের নাম বলতে চাচ্ছিলেন না। আপনারা কি ভয় পাচ্ছেন? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘না’। তবে এই ‘না’ শব্দটির মধ্যেও ছিল আতঙ্কের ভাব।

বাসার কেচি গেট পেরিয়ে তৃতীয় তলায় ওঠার পর দরজায় নক করতেই বেরিয়ে এলেন দুই মেয়ে। একজন স্কুল আরেকজন কলেজপড়ুয়া। কলেজপড়ুয়া প্রীতির খালাতো বোন বলছিলেন, ‘দেখুন কথা বলার মতো পরিস্থিতি নেই। খালা কান্নাকাটি করছেন। আমরাও চাচ্ছি না বিষয়টা নিয়ে কথা বলতে।’ ‌

প্রীতির সেই খালাতো আরও বলেন, ‘আমরা গতকাল রাত থেকে চেষ্টা করেছি যাতে ময়নাতদন্ত না‌ হয়।‌ লাশটি কীভাবে নেওয়া যায় তার জন্য স্বজনরা রাত থেকে এখন পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পড়ে আছেন।’

তিনি জানান, রাত থেকে তাদের বাসায় শাহজাহানপুর থানা থেকে কোনো পুলিশ আসেনি। এখন পর্যন্ত স্থানীয় আওয়ামী লীগের কোনো নেতাও আসেননি।

প্রীতির খালাতো বোন জানান, রাত সোয়া দশটার দিকে ঘটনাটি ঘটার পর তারা টেলিভিশনে খবর দেখেন। কিন্তু তখন পর্যন্ত জানতে পারেননি তাদের পরিবারের একজন সদস্য এই ঘটনার বলি। ‌পরে রাত ১২টার দিকে তারা খবর পান। খবরটি দেন প্রীতির এক বন্ধু। এরপর তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ছুটে যান। সেখানে মর্গে একনজর প্রীতির মাকে দেখানো হয়।

ভোর চারটায় প্রীতির মা শাহজাহানপুরের বাসায় ফিরে আসেন। এখনও কাঁদছেন শেফালী বেগম। একমাত্র মেয়েকে হারিয়ে শোকে পাথর হয়ে গেছেন তিনি।

খালাতো বোন জানান, প্রীতি ছোটকাল থেকে শাহজাহানপুর এলাকায় বড় হয়েছেন। তার গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগর হলেও শাহজাহানপুর কবরস্থানে তাকে দাফন করা হবে। ‌‌

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version