ইবি প্রতিনিধি- স্থানীয়দের হামলায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রায় ২০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নেয়া হয়েছে। বৃহস্পতিবার (২৪ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে ক্যাম্পাস পার্শ্ববর্তী শেখ পাড়া বাজারে এ ঘটনা ঘটে। খোঁজ নিয়ে জানা গেছে, ঝিনাইদহ জেলার গাড়াগঞ্জ এলাকা থেকে বাসে উঠেন বিশ্ববিদ্যালয়ের ৪ জন শিক্ষার্থী। বাসে জিনিসপত্র রাখা নিয়ে বাসের কন্টাক্টরের সাথে বাকবিতন্ডা হয় তাদের। পরে বাসটি শেখপাড়া পৌঁছালে শিক্ষার্থীরা হেলপারের উপর চড়াও হয়। পরে ওই হেলপার পাশের এক দোকানে ঢুকেন। এসময় হেলপারকে দোকান থেকে বের করতে গেলে দোকানদারের সাথে কথা কাটাকাটি হয় শিক্ষার্থীদের। একপর্যায়ে ওই দোকানদার শিক্ষার্থীদের উপর হামলা করে। এসময় শিক্ষার্থীরের সাথে স্থানীয়দের সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে স্থানীয়রা হকিস্টিক, লাঠি, চাপাতি নিয়ে অতর্কিতভাবে শিক্ষার্থীদের উপর হামলা করে। এসময় ২ জন শিক্ষার্থী গুরুতর আহত হওয়াসহ প্রায় ২০ জন শিক্ষার্থী আহত হন। পরে আহতদের বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়। গুরুতর আহতরা হলেন, বিশ্ববিদ্যালয়ের ফোকলোর স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের তানভীর এবং আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের কাব্য। এদিকে ঘটনার পর ক্ষুব্ধ হয়ে উঠেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে রাত ১০টার দিকে মাইকে ঘোষণা দিয়ে পুণরায় হামলা চেষ্টা চালায় স্থানীয়রা। রাত প্রায় সাড়ে ১১টা পর্যন্ত স্থানীয়রা লাঠি, হকিস্টিক ও বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে ক্যাম্পাস পার্শ্ববর্তী এলাকায় কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে অবস্থান নেয় তারা। পরে সাড়ে ১১টার দিকে আলোচনায় বসে আইনশৃঙ্খলা বাহিনী, বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল ও স্থানীয় লোকজন। ইবি থানার ভারপ্রাপ্ত ওসি মোস্তাফিজুর রহমান বলেন, স্থানীয়দের সঙ্গে কথা বলে যানজটে পড়া গাড়িগুলো ছেড়ে দেওয়া হয়েছে। সকলের সঙ্গে আলোচনায় বসে বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, পুলিশের সহায়তা নিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।