মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি প্রতিনিধিঃ
“বিনিয়োগ করি যক্ষা নির্মূলে, জীবন বাঁচাই সবাই মিলে” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবিতে বিশ্ব যক্ষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কমেেপ্লক্সের আয়োজনে বৃহস্প্রতিবার বেলা ১২টায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ সোলায়মান হোসেন মেহেদীর নেতৃত্বে একটি র্যালী হাসপাতাল চত্ত¡র প্রদিক্ষণ করেন। র্যালী শেষে উপজেলা স্বাস্থ্য কপ্লেক্সের হলরুমে উক্ত যক্ষা দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ সোলায়মান হোসেন মেহেদী। এসময় বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আতিক উজ জামান, মেডিকেল অফিসার ডিজিজ কনট্রোল ডাঃ হুসনিয়ারা পারভীন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হাসপাতাল ইনচার্জ প্রবীর কুমার হেলথ ইনচার্জ আলা উদ্দিন পাঁচবিবি প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক আজাদ আলী, ব্র্যাকের প্রোগ্রাম অর্গানাইজার রাশেদা বেগম প্রমুখ। কর্মসূচীটিতে ব্র্যাক ও আইসিডিডিআরবি অংশ গ্রহন করেন।