কুয়েত পার্লামেন্টের স্পিকার মার্জুক ঘানিম ইসরায়েলকে এন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) থেকে বহিষ্কারের এ দাবি জানিয়েছেন। খবর আরব নিউজের।
ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত আইপিইউর বার্ষিক সম্মেলনে মার্জুক ঘানিম এ দাবি জানিয়েছেন।
তিনি বলেন, আমরা যে কোনো আগ্রাসনের বিপক্ষে। তবে রুশ আগ্রাসনের ব্যাপারে দ্বৈতনীতির কারণে ইসরায়েলের বহিষ্কারের এ দাবি জানান কুয়েতের স্পিকার।
মার্জুক ঘানিম বলেন, তারা (ইসরায়েল) কীভাবে আইপিইউ থেকে রুশ প্রতিনিধিকে বহিষ্কারের কথা বলে।
রাশিয়া ইউক্রেনে আগ্রাসন চালাচ্ছে এক মাস ধরে, আর ইসরায়েল ফিলিস্তিনে মানবতাবিরোধী অপরাধ চালিয়ে আসছে ৬০ বছর ধরে।

Share.
Leave A Reply

Exit mobile version