দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন,‘যাই ঘটুক আমি পদত্যাগ করব না। আমি শেষ বল পর্যন্ত খেলা চালিয়ে যাব। বিরোধীদের তাদের সব কার্ড দেখিয়ে ফেলেছে। আমি তাদের জানাতে চাই, আপনাদের জন্য বড় চমক অপেক্ষা করছে।’

পাকিস্তানের পার্লামেন্টে শুক্রবার ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব তোলা হবে। তার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বুধবার এই মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী।

গত ৮ মার্চ পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদে ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দেয় বিরোধী দলগুলো। এ প্রস্তাব নিয়ে আলোচনা ও ভোটাভুটির জন্য অধিবেশন ডাকতে স্পিকারের কাছে লিখিত আবেদন জানায় তারা।

পাকিস্তানের সংবিধান অনুযায়ী, লিখিত আবেদন জমা পড়ার ১৪ দিনের মধ্যে স্পিকারকে অধিবেশন ডাকতে হবে; যা ২২ মার্চ হওয়ার কথা ছিল। তবে এদিন জাতীয় পরিষদে শুরু হয় ওআইসির দুই দিনব্যাপী পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলন। তাই ২৫ মার্চ অধিবেশন ডাকেন স্পিকার আসাদ কায়সার।

এর আগেও অনাস্থা ভোটের পরীক্ষা দিতে হয়েছিল ইমরান খানকে। ২০১৮ সালে নির্বাচিত হওয়ার তিন বছরের মাথায় গত মার্চে অনাস্থা ভোট হয় ইমরানের বিরুদ্ধে। সেবার সুবিধাজনক অবস্থানে থাকায় অনায়াসেই উৎরে গিয়েছিলেন ইমরান।

তবে এবার প্রেক্ষাপট ভিন্ন। নিজ দল তেহরিক-ই ইনসাফেই কোন্দল দেখা দিয়েছে। ন্যাশনাল অ্যাসেম্বলির বেশ কয়েকজন সদস্য পিটিআই ছেড়ে বিরোধী শিবিরে যোগ দিয়েছেন। শুধু তা-ই নয়, জোট সরকারের অন্যতম তিন দল মুত্তাহিদা কওমি মুভমেন্ট পাকিস্তান (এমকিউএম-পি), পাকিস্তান মুসলিম লিগ-কায়েদ (পিএমএল-কিউ) এবং বালুচিস্তান আওয়ামী পার্টি (বিএপি) বিরোধী শিবিরে যোগ দেয়ার ইঙ্গিত দিয়েছে।

এমন প্রেক্ষাপটে বুধবার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পাকিস্তান প্রধানমন্ত্রী। সাফ জানিয়েছেন পদত্যাগ করছেন না।

তিনি বলেন, ‘যাই ঘটুক আমি পদত্যাগ করব না। আমি শেষ বল পর্যন্ত খেলা চালিয়ে যাব। বিরোধীদের তাদের সব কার্ড দেখিয়ে ফেলেছে। আমি তাদের জানাতে চাই, আপনাদের জন্য বড় চমক অপেক্ষা করছে।’

৩৪২ সদস্যের ন্যাশনাল অ্যাসেম্বলিতে আনা অনাস্থা প্রস্তাবে টিকে থাকতে হলে ইমরান খানকে অন্তত ১৭২ সদস্যের সমর্থন পেতে হবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2024 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version