মোঃ বাবুল হোসেন, পাঁচবিবিঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে পানিতে ডুবে মাছুরা (২ বছর) নামের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে উপজেলা উচনা (ঘোনাপাড়া) গ্রামে। মাছুরা ওই গ্রামের আব্দুল মাবুদের কন্যা বলে জানা গেছে।
স্থানীয় ইউপি সদস্য লাইজুর রহমান জানান, গ্রামের অন্যান্য বাচ্ছাদের সঙ্গে খেলাধুলার করছিল। এসময় বাড়ীর ধারে নলকূপের পানি জমানোর গর্তে সবার অজান্তে শিশুটি পড়ে যায়। শিশুটির পরিবার বাড়ীতে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে। পরে ওই রাস্তা দিয়ে লোকজন যাওয়ার সময় গর্তের পানিতে শিশুটি পড়নের প্যান্ট পানিতে ভাসতে থাকতে দেখে শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করে। পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করেন।