ইবি প্রতিনিধি-
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইন্জিনিয়ারিং বিভাগে নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার (২৩ মার্চ) বেলা ১১ টায় ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি ভবনের ১৪০ নম্বর কক্ষে বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইন্জিনিয়ারিং বিভাগের ২৩ তম ব্যাচের নবীন বরন ও ১৭ তম ব্যাচের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভুঁইয়া ও জীববিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ আব্দুস সামাদ। এসময় বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইন্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ মিন্নাতুল করিম সহ বিভাগের অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।
অতিথিদেরকে বিভাগের পক্ষ থেকে ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে বিদায়ী শিক্ষার্থীদের প্রত্যেককে সন্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়। এসময় নবীন শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন ২০২০-২০২১ শিক্ষাবর্ষের সাদিয়া ইয়াসমিন। পরে দুপুরে প্রীতিভোজ শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।