নিজস্ব প্রতিবেদক : সিলেটের গোয়াইনঘাট উপজেলার আট নং তোয়াকুল ইউনিয়নের ঘোড়ামারা(তুড়গবাগ) হাওর গ্রামে গত ১৮ মার্চ বিকাল ৫ ঘঠিকার সময় একই গ্রামের প্রভাবশালী তাজুল ইসলামদের আতর্কিত হামলায় অন্তত ১০ জন আহত হয়ে সিলেট উসমানী মেডিক্যালে চিকিৎসাধীন রয়েছেন। আহতরা হলেন ইব্রাহিম আলী (৩৬),ইয়াকুব আলী(৪০),রাহান মিয়া (২০),মনফর আলী (৪৫)সর্ব সাং পিতা ইউনুস আলী, শিল্পই বেগম (১৪)পিতা মনফর আলী, ফরিদা বেগম(৪০)পিতা মনফর আলী, সহ অন্তত ১০ জন দফায় দফায় হামলায় গুরুতর আহত হয়ে মৃত্যুর সাথে পান্জা লড়ছেন। আহত ইব্রাহিম আলীর অবস্থা আশঙ্কাজনক, তাকে সিলেট উসমানী মেডিক্যালের আইসিইউতে রাখা হয়েছে। এবং অপরাপর জখমীরা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় গোয়াইনঘাট থানায় ৮ জন ও অজ্ঞত ৪/৫ জনকে মেনশন করে একটি মামলা রেকর্ড করা হয়েছে। মামলা নং ২৫ এর ১৯-০৩-২০২২। এজহার নামীয় আসামীরা হলেন তাজুল ইসলাম ওরফে তাজ উদ্দিন (৩২),ছয়ফুল ইসলাম(৪০),আতাবুর রহমান(৩০),আব্দুল হান্নান পিতা সর্ব সাং মৃত রাশিদ আলী। এছাড়াও আসামীরা হলেন নেইমার(২৫),আব্দুল খালিক, তৈয়ব আলী, মাখন সহ অজ্ঞত চার পাঁচ জন। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে এলাকার শালিস ব্যক্তিত্ব সহ জনপ্রতিনিধিরা প্রকৃত বিচার দাবি করেছেন। জানতে চাইলে বাদই আমজদ আলী জানান আমরা নিরিহ সাধারন খেটে খাওয়া মানুষ কোন কারন ছাড়াই এরকম আতর্কিত হামলায় আমার ভাইয়েরা আজ মৃতপ্ৰায় এমতাবস্থায় আমি এর উপযুক্ত বিচার দাবি ও প্রশাসন সহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চাই। একাধিকবার যোগাযোগ করা হলে অভিযুক্ত তাজুল ইসলাম এর নাম্বারে ফোন বন্ধ পাওয়া যায়। এ ব্যাপারে মামলার দ্বায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা ও সালুটিকর পুলিশ ফাঁড়ির টু আইসি শফিকুল ইসলাম খান জানান ঘটনার খবর পেয়ে আমরা সরেজমিনে পরিদর্শনে গিয়েছি চিকিৎসায খোঁজ খবর নিচ্ছি এবং মামলা ইতিমধ্যেই রেকর্ড করা হয়েছে এবং আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।