ইবি প্রতিনিধি-
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নবীন শিক্ষার্থীদের মাঝে ‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে শত কবিতা’ বই বিতরণ করেছে শাখা ছাত্রলীগ। সোমবার (২১ মার্চ) বেলা ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালের পাদদেশে দেড় শতাধিক বই বিতরণ করেন তারা।
জানা যায়, ‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে শত কবিতা’ বইটি সম্পাদনা করেছেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্রাচার্য। কবিতার মাধ্যমে বঙ্গবন্ধুকে খুঁজে পেতে ইবি ছাত্রলীগ নেতা মিজানুর রহমান লালনের উদ্যোগে বইটি বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মীদের মাঝে বিতরণ করা হয়।বই বিতরণকালে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের তৌকির মাহফুজ মাসুদ, আলামিন জোর্য়াদার নিশাত সরকার বাঁধনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে মিজানুর রহমান লালন বলেন, ’বঙ্গবন্ধুর জীবন থেকে আমাদের সবারই শেখার আছে। তাঁর জীবন ও আদর্শে সবাই বেড়ে উঠবে এই প্রত্যাশা থেকেই আমাদের আজকের আয়োজন। আমরা নবাগত শিক্ষার্থী এবং ছাত্রলীগ কর্মীদের মাঝে দেড়শো বই বিতরণ করেছি।