ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর মারিউপোলের নিয়ন্ত্রণ নিয়ে রুশ বাহিনীর সঙ্গে তুমুল যুদ্ধ অব্যাহত রয়েছে। এরমধ্যে এই শহরটিকে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছে রাশিয়া। এ জন্য সময়ও বেধে দিয়েছে তারা। কিন্তু ইউক্রেনের তরফ থেকে রাশিয়ার এই আত্মসমর্পণের আহ্বান প্রত্যাখ্যান করা হয়েছে। এ খবর দিয়েছে বিবিসি।
এই আত্মসমর্পণের আহ্বান জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। বলা হয়েছে, ইউক্রেনের সেনারা অস্ত্র ছেড়ে দিলে সোমবার স্থানীয় সময় সকাল ১০ টায় মানবিক করিডোর খুলে দেবে রাশিয়া। তবে এর আগে ইউক্রেনকে লিখিতভাবে এই প্রস্তাবে সম্মতির কথা জানাতে হবে। রাশিয়ার ন্যাশনাল সেন্টার ফর ডিফেন্স ম্যানেজমেন্টের প্রধান কর্নেল জেনারেল মিখাইল মিজিনতসেভ বলেন, আত্মসমর্পণ না করলে মারিউপোলের স্থানীয় কর্মকর্তাদের মিলিটারি ট্রাইব্যুনালের মুখোমুখি হতে হবে।
এর আগে সোমবার ইউক্রেনের ডেপুটি প্রধানমন্ত্রী ইরিনা ভেরেশচুক বলেন, আত্মসমর্পণ নিয়ে কোনো প্রশ্নই উঠতে পারে না।
আমরা এরইমধ্যে রাশিয়াকে এ বিষয়ে জানিয়েছি। মারিউপোলের মেয়রের উপদেষ্টা পিতর আন্দ্রুশেঙ্কো বিবিসিকে বলেন, মস্কোর এই মানবিক করিডোরের কথা বিশ্বাস করা যায় না। তাই মারিউপোল তার প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যাবে। যতক্ষণ আমাদের একজন সেনাও বেঁচে আছে, আমরা যুদ্ধ করবো।