রিয়াদ, ইবি প্রতিনিধি- ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) তরুণদের দক্ষ ও নেতৃত্বসম্পন্ন করে গড়ে তুলতে ‘ট্রেইনিং অন লিডারশীপ’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে এই আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন ‘তারুণ্য’। বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির ১১৬ নং কক্ষে ১৭ ও ১৮ই মার্চ দু’দিন ব্যাপী কর্মশালাটি অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারুণ্য’র উপদেষ্টা প্রফেসর ড. শাহজাহান মন্ডল। অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ আইন কমিশনের সচিব জনাব আতোয়ার রহমান। এসময় সংগঠনটির সভাপতি সাকির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক সাদিয়া আফরিন খান, সাবেক সহ-সভাপতি ওয়াহেদ আলীসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন রাফায়েত আরা রিতু, কামরুল ইসলাম রিপন ও তৃশা। এসময় অংশগ্রহণকারী ৩৫ জন সদস্যকে সার্টিফিকেট প্রদান করা হয়। এসময় আইন কমিশনের সচিব জনাব আতোয়ার রহমান তার বক্তব্যে বঙ্গবন্ধু ও নেলসন ম্যান্ডেলাকে আদর্শিক নেতৃত্ব তৈরিতে উত্তম আদর্শ হিসেবে বর্ণনা করেন। প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. শাহজাহান মন্ডল বলেন, তারুণ্য’র এই আয়োজন ইতিবাচক নেতৃত্ব তৈরিতে গুরুত্বপ‚র্ণ ভূমিকা রাখবে। এসসড তিনি তারুণ্য’র যাবতীয় কার্যাবলীর ভূয়সী প্রশংসা করেন। উল্লেখ্য, ‘তারুণ্য’ ইসলামী বিশ্ববিদ্যালয়ের একটি অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। ‘অবারিত সম্ভাবনা নিয়ে জাগ্রত তারুণ্য’ প্রতিপাদ্যে ২০০৯ সালের ২৯ জুলাই যাত্রা শুরু করে সংগঠনটি। প্রতিষ্ঠার পর থেকে রক্তদান কর্মসূচি, বৃদ্ধাশ্রমে সহায়তা, সচেতনাম‚লক সেমিনার, শীতবস্ত্র বিতরণ, বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ, তারুণ্য লাইব্রেরি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, লিডারশিপ ও প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণসহ বিভিন্ন ধরণের জনকল্যাণমুলক কর্মকান্ড পরিচালনা করে আসছে সংগঠনটি।