দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

আপনার ফেসবুক প্রোফাইলের নাম বদলাতে পারবেন। এজন্য কিছু নিয়ম ও বিধি-নিষেধ আছে। নিয়ম মেনে ফেসবুকের কাছে নাম পরিবর্তনের জন্য আবেদন করলে গ্রাহ্য হবে। জেনে নিন ফেসবুকে নিজের নাম পরিবর্তনের উপায়। 

ফেসবুক প্রতি ৬০ দিন পর পর প্রোফাইলের নাম পরিবর্তনের সুযোগ দেয়। নানা কারণে ব্যবহারকারী তার ফেসবুকের নাম পরিবর্তন করেন। অনেকে আবার কোন কারণ ছাড়াই নাম বদলান।

নাম পরিবর্তনের শর্তাবলী

  • ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ডের বিরুদ্ধে যায়, এমন কোনও শব্দ নামে ব্যবহার করা যাবে না।
  • ব্যক্তির বদলে কোন সংস্থার নাম ব্যক্তিগত প্রোফাইলে ব্যবহার করা যাবে না।
  • একাধিক ভাষার অক্ষর ব্যবহার করা যাবে না। উপরের শর্তগুলো বাদ দিয়ে ৬০ দিন পরে ফেসবুক প্রোফাইলের নাম সহজেই বদল করা সম্ভব। একবার ফেসবুক প্রোফাইল নেম পরিবর্তন করলে ফের সুযোগ মিলবে ১২০ দিন পর। এভাবে দিন বাড়ায় ফেসবুক।  তবে কোম্পানি আবার নাম বদলানোর সুযোগ দেবে ১২০ দিন পর। 

    যেভাবে নাম বদল করবেন?

    স্মার্টফোন অথবা যেকোন ডেস্কটপ ব্রাউজার থেকে নাম বদলানো যাবে।  অ্যানড্রয়েড ও আইওএস ফোন ব্যবহারকারী অফিশিয়াল ফেসবুক অ্যাপ ডাউনলোড করে দ্রুত এই কাজ করতে পারবেন।

    মোবাইল থেকে নাম পরিবর্তন

    ফোনে ফেসবুক অ্যাপ ডাউনলোড করে তা ওপেন করুন।
    নিজের অ্যাকাউন্টে লগ ইন করে হোম স্ক্রিনে হ্যামবার্গার মেনু বাটনে ট্যাপ করুন।
    এবার Settings & Privacy অপশন সিলেক্ট করুন। এর পরে ড্রপ ডাউন মেনু থেকে Settings অপশন সিলেক্ট করুন।
    এবার Personal and account information অপশন বেছে নিয়ে Name সিলেক্ট করুন।

    এবার নতুন নাম টাইপ করে Review Change সিলেক্ট করুন। এবার আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড জানতে চাইবে ফেসবুক। পাসওয়ার্ড টাইপ করে Save Changes সিলেক্ট করুন।

    কিছুক্ষণের মধ্যেই নিজের ফেসবুক অ্যাকাউন্টে নতুন নাম দেখতে পাবেন।

  • ব্রাউজারে https://www.facebook.com/ ওপেন করে নিজের অ্যাকাউন্ট লগ ইন করুন।
  • ডান দিকে উপরে ড্রপ ডাউন মেনু সিলেক্ট করুন।
  • এবার Settings & Privacy সিলেক্ট করে Settings সিলেক্ট করুন।
  • এখানে নিজের নাম ও অ্যাকাউন্টের অন্যান্য তথ্য দেখতে পাবেন।Name এর পাশে Edit অপশন সিলেক্ট করুন।
  • নিজের নতুন নাম টাইপ করে Review Change সিলেক্ট করুন। এবার আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড জানতে চাইবে Facebook।
  • পাসওয়ার্ড টাইপ করে Save Changes সিলেক্ট করুন।
  • কিছুক্ষণের মধ্যেই আপনার Facebook প্রোফাইলে নতুন নাম দেখতে পাবেন।

নামের থেকেও বেশি জনপ্রিয় আপনার ডাকনাম? ফেসবুকেও চাইলে নিজের ডাকনাম যুক্ত করতে পারবেন। আপনি যখন কারও সঙ্গে ব্যক্তিগত চ্যাট করবেন তখন ডাকনাম ফুটে উঠবে। ডেক্সটপ কম্পিউটার থেকে ফেসবুক প্রোফাইলে নিজের ডাকনাম যুক্ত করার উপায় জানুন।

  • https://www.facebook.com/ ওপেন করে নিজের অ্যাকাউন্ট লগ ইন করুন।
  • ডান দিকে প্রোফাইল পিকচারে ক্লিক করে About অপশন সিলেক্ট করুন।
  • Details About You অপশন সিলেক্ট করে Add a Nickname অপশন বেছে নিন।
  • এবার Name type অপশনে nickname সিলেক্ট করে নিজের ডাকনাম টাইপ করুন।
  • প্রোফাইলে নিজের নামের পাশে ডাকনাম দেখতে চাইলে Show at top of profile সিলেক্ট করুন।
  • এবার Save সিলেক্ট করলেই আপনার প্রোফাইলে ডাকনাম দেখানো শুরু করবে ফেসবুক।
Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2024 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version