দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

ফেনী প্রতিনিধি: ফরহাদ খোন্দকার ফেনীর পরশুরামে বাজার করে বাড়ীতে ফেরার পথে মোঃ জসিম উদ্দিন(৫৫)নামের ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।বৃহস্পতিবার রাতে বক্সমাহমুদ ইউনিয়নের পরশুরাম-ছাগলনাইয়া সড়কের খন্ডল বিক্সসের দক্ষিণ পাশে রাস্তার উপর এই ঘটনা ঘটেছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন। এই ব্যাপারে নিহতের ছেলে একরাম হোসেন সোহেল পরশুরাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। নিহত মোঃ জসিম উদ্দিন উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের সাতকুচিয়া গ্রামের মৃত মফিজুর রহমানের ছেলে। মামলার এজহার সুত্রে জানা গেছে শুক্রবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার খন্ডল বাজার থেকে নিত্যপণ্যের বাজার করে বাড়ীতে ফেরার পথে পরশুরাম-ছাগলনাইয়া সড়কের খন্ডল বিক্সসের সামনে পৌঁছলে পূর্ব পরিকল্পিত ভাবে ধারালো অস্ত্র দিয়ে প্রথমে বাম হাতে ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ী কুপিয়ে গুরতর জখম করে। সে প্রাণে বাচতে দৌঁড়ে পাশ্ববর্তী আবুল কাশেমের বাড়ীতে যাবার চেষ্টা করে । ওই বাড়ীর লোকজনসহ প্রতিবেশীরা তাকে উদ্ধার করে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শুক্রবার সকালে পরশুরাম থানার পুলিশ ময়নাতদন্তের জন্য নিহতের লাশ ফেনী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন। পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু খালেদ হোসেন জানান এখন পর্যন্ত হত্যার কারণ জানা যায়নি। নিহতের ছেলে বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে মাদকাসক্ত ছিনতাইকারীরা এই ঘটনা ঘটনা ঘটাতে পারে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version