ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে মাত্র ২৫ কিলোমিটার দূরে রয়েছে রাশিয়ার সেনাবহর। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এমন দাবি করেছে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এক টুইটে মন্ত্রণালয়টি জানিয়েছে, রাশিয়ার বড় সেনাবহর কিয়েভের উত্তর দিকে বিচ্ছিন্ন অবস্থায় আছে। তার এখন চারদিক থেকে কিয়েভ ঘিরে রাখার পরিকল্পনা করছে।

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ‘ইউক্রেনের পাল্টা আক্রমণের ঝুঁকি কমানোর চেষ্টা করছে রাশিয়া। কারণ কিয়েভ দখল করতে গেলে রাশিয়ার ব্যাপক হতাহত হতে পারে।’

বিবৃতিতে আরও বলা হয়, চেরনিহিভ, খারকিভ, মারিওপোল ও সুমি শহর রাশিয়ার সেনারা ঘিরে রেখেছে। সাথে ওইসব শহরে ভারী গোলবর্ষণও চলছে।

সূত্র: বিবিসি

Share.
Leave A Reply

Exit mobile version