কুষ্টিয়া প্রতিনিধি- কুষ্টিয়ার কুমারখালীতে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় ব্রীজ থেকে গড়াই নদীতে পরে সপ্তম শ্রেণীর এক ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল ৫ টার দিকে গড়াই নদীর লোহার রেলওয়ে ব্রীজের উপর থেকে এই ঘটনা ঘটে। দীর্ঘ সময় ধরে অভিযান চালিয়ে রাত সাড়ে ১০ টার দিকে খুলনা থেকে আসা ডুবুরি দল নিহত কিশরের লাশ উদ্ধার করেন। নিহত ছাত্র নন্দলালপুর ইউনিয়নের এলঙ্গীপাড়া গ্রামের হারুনের ছেলে ছামি হোসেন (১৪)। সে কুমারখালী এমএন হাই স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র ছিলো। স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে ৫টার দিকে রেলওয়ে ব্রিজের উপর চার জন ছেলে মোবাইলে সেলফি তোলার সময় হটাৎ করেই ট্রেন চলে আসে। এসময় রাজশাহীগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সেলফি তোলা ছেলেটি ট্রেনের ধাক্কায় গড়াই নদীতে পড়ে যায়। পরবর্তীতে কুমারখালী থানায় খবর দেওয়া হলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করতে সমর্থ হয়নি। পরে দীর্ঘ সময় ধরে অভিযান চালিয়ে রাত সাড়ে ১০ টার দিকে খুলনা থেকে আসা ডুবুরি দল নিহত কিশরের লাশ উদ্ধার করতে সক্ষম হন। এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার জানান, সপ্তম শ্রেণীর এক ছাত্র রেলওয়ে ব্রীজের উপর মোবাইলে সেলফি তোলার সময় ট্রেনের ধাক্কায় নদীতে পড়ে মারা গেছে। খুলনা থেকে ডুবুরি দল এসে লাশ উদ্ধার করেছে।