ইউরোপের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে এই অভিযান শুরু হয়। এরই মধ্যে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখল করে নিয়েছে রুশ সেনারা। এতে দেশটির বিভিন্ন নগরীতে হতাহত হয়েছে বহু সংখ্যক মানুষ।

তবে রাশিয়াকে সহায়তায় বেলারুশের সেনাবাহিনী ইউক্রেনে প্রবেশ করেছে এমন অভিযোগের কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন।

শুক্রবার (১১ মার্চ) পেন্টাগনের মুখপাত্র জন কিরবি একথা জানান।

বেলারুশের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বেল্টা জানায়, মস্কো খুব দ্রুত সময়ের মধ্যে মিনস্ককে অত্যাধুনিক সামরিক সরঞ্জাম দিতে রাজি হয়েছে।

পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বলেন, ‘বেলারুশের সেনা বা বাহিনী ইউক্রেনের অভ্যন্তরে প্রবেশ করেছে এমন কোনো ইঙ্গিত আমরা এখনো পাইনি। তবে এর অর্থ এই নয় যে এটা কখনো ঘটবে না।’

সূত্র: বিবিসি

Share.
Leave A Reply

Exit mobile version