আমিনুল হক, সুনামগঞ্জ পীর হাবিবকে শ্রদ্ধা জানাতে সুনামগঞ্জে নাগরিক শোকসভা আজ বেলা ৩টায় সরকারি জুবিলী উ”চ বিদ্যারয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথির বক্তৃতায় পরিনকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, পীর হাবিবের সাথে আমার তেমন পরিচয় ছিল না। আমি যখন রাজনীতিতে পদার্পন করি তখন পরিচয় হয়। উনি আমাকে ভাল পরামর্শ দিতেন। বিশেষ অতিথির বক্তৃতায় বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন-যে দেশের জন্য আমরা যুদ্ব করেছিলাম সে দেশ আমরা বানাতে পারিনি। তিনি বলেন, বঙ্গবন্ধুকে অতি কাছে থেকে দেখেছি। তিনি আমার চেয়ে কিছুটা লম্বা ছিলেন। বঙ্গবন্ধু স্বার্থবাদী ছিলেন না তা না হলে তিনি মারা যেতেন না। বঙ্গবন্ধু হত্যার পর কাউকেই পাওয়া যায়নি। সবাই পালিয়ে ছিলেন। নাসির উদ্দিনের বিয়ের রাতের কথা স্মরণ করিয়ে তিনি বলেন নাসির যে দিন বিয়ে করে সে দিন বঙ্গবন।দুকে হত্যা করা হয়। সে ঐ সময়ই বউকে রেখে আমার কাছে গিয়েছিল নাসির ও ওসমান । ৭৫ সালের প্রতিবাদের সাতীদের কথা মনে পড়ছে। আম,রা অনেকেই রাজনীতি করি কিš‘ অতিথকে ভুলে যাই। আমার সবার কথা নাম নিয়ে স্মৃতিচারণ করতে ইচ্ছে হয়। মা-বোনদের সম্মান করবেন, আপনি সম্মানিত হবেন। বাপের ব্যাটা নয়, মায়ের ব্যাটা হোন। সম্মানিত হবেন। তিনি আরো বলেন, পীর হাবিব ও আমার মধ্যে মিল ছিল । তবে, ব্যবধান ছিল, আমি শুধু বঙ্গবন্ধুর জন্য জীবন দিতে প্রস্তুত ছিলাম। আর আর পীর হাবিব বঙ্গবন্ধু ও শেখ হাসিনার জন্য জীবন দিতে প্রস্তুত ছিল। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন যারা এখন বোন বোন বলে আবেগ আপ্লুত। যখন বোনের কিছু হবে তখন সকলেই বিড়ালের মতো করে খাটের নিচে গিয়ে পালাবে। সাবেক তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন পীর হাবিব বাংলাদেশকে রক্ষার জন্য লিখেছেন। তিনি স্বাধীন বাংলাদেশের কলমযোদ্বা ছিলেন। গণতন্ত্রের জন্য ৮০‘র দশকে কারাভোগ করেছেন। তিনি বলেন মনে রাখবেন অনেকেই বন্ধুক হাতে নিতে পারে কন্তুু‘ গুলি করতে পারে না। ঠিক তেমনিভাবে কলম হাতে নিলেই সাংবাদিক হওয়া যায় না, লিখতে হবে। রাষ্ট্র, জনগণ,গণমাধ্যম এর মধ্যে মিল রয়েছে। এই তিনটির মধ্যে মিল রেখেই তিনি কলম যুদ্ব করেছেন। জঙ্গিবাদ, রাজাকার ও শোষন এর বিরুদ্বে সোচ্চার ছিলেন। সংসদ সদস্য শামীম ওসমান বলেন-সত্যই সুন্দর কিন্তু‘ সত্য অনেকেই বলেন না। পীর হাবিব সত্য লিখতেন রাজনীতি নিয়ে সমালোচনা করতেন। তিনি আরো বলেন, বাংলাদেশের মানচিত্রে শকুন ঘুরছে। বঙ্গবন্ধুর সৈনিকদের ঝুকি নিয়ে কাজ করতে হবে। পৌর মেয়র নাদের বখতের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ-৪ আসনের এমপি অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ, সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নূরুল হুদা মুকুট, সাবেক রাকসু ভিপি রাগিব আহসান মুন্না, সাবেক কৃতি ফুটবলার কায়সার হামিদ , কেন্দ্রিয় আওয়ামীলীগের সদস্য আজিজুস সামাদ ডন, যুক্তরাজ্য আ‘লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, বিশিষ্ট সাংবাদিক প্রনব সাহা, জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপা মিজানুর রহমান, অ্যাড, পীর মতিউর রহমান, হাবিব পুত্র আহনাফ ফাহমিন অন্তর, কন্যা সুষ্মিতা সহ বিশিষ্টজনেরা। উল্লেখ্য ,বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক ও পূর্বপশ্চিমবিডি.নিউজের প্রতিষ্ঠাতা পীর হাবিবুর রহমান গত ৫ ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অব¯’ায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জল-জোসনার সুনামগঞ্জের এই কৃতি সন্তানের মৃত্যুতে দেশজুড়ে শোকাবহ তৈরি হয়। তাকে তার নিজগ্রাম মাইজবাড়িতে পিতার কবরের পাশে সমাহিত করা হয়েছে।