পিক আপের ধাক্কায় গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী আহত হয়েছে। শুক্রবার(১১ মার্চ) আনুমানিক সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঘোনাপাড়া সংলগ্ন দোলা পাম্পের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘনাটি ঘটে। আহত শিক্ষার্থীর নাম লাব্বি হাসান। তিনি বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রিক্যাল এ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। প্রতক্ষ্যদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, আহত শিক্ষার্থী লাব্বি সড়ক পার হচ্ছিলেন। এমন সময় ঘোনাপাড়া থেকে পুলিশ লাইন গামী একটি দ্রুতগামী পিকআপ তাকে ধাক্কা দেয়। পরে তাৎক্ষণিকভাবে স্থানীয়রা আহত শিক্ষার্থীকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ অমিত সরকার বলেন, রাত আনুমানিক আটটার দিকে আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এসময় তার মাথায় ও শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন দেখা যায় এবং রক্তক্ষরণ হচ্ছিলো। আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সার্জারী ওয়ার্ডে প্রেরণ করি। যেহেতু সে মাথায় আঘাত পেয়েছে তাই এই মুহুর্তে তার অবস্থা বলা যাচ্ছে না। বর্তমানে তাকে ৭২ ঘন্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে। পর্যবেক্ষণ শেষে তার অবস্থা সম্পর্কে বলা যাবে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাজিউর রহমান বলেন, গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শীতল চন্দ্র পাল বলেন, ইতোমধ্যে ধাক্কা প্রদানকারী পিকআপ টি এবং পিকআপ চালককে আটক করা হয়েছে।