ইবি প্রতিনিধি- ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইসলামিক এডুকেশন এন্ড রিসার্চ (আইআইইআর)-এর অধীন বিএড এমএড ও লাইব্রেরি সায়েন্স কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ মার্চ) দুপুর ১২টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনে পরীক্ষা অনুষ্ঠিত হয়। জানা গেছে, বিএড কোর্সে ৭৫টি আসনের বিপরীতে ৪১৭ জন এবং এমএড কোর্সে ৫০টি আসনের বিপরীতে ৫৬ জন এবং লাইব্রেরি সায়েন্স কোর্সে ডিপ্লোমায় ৮০টি আসনের বিপরীতে ৯৭ জন শিক্ষার্থী আবেদন করেন। এর মধ্যে মোট ৫৫৩ জন ভর্তিচ্ছু অংশগ্রহণ করেন বলে জানিয়েছেন আইআইইআরের পরিচালক প্রফেসর ড. মেহের আলী। ফলাফলের বিষয়ে তিনি বলেন, রেজাল্টের কাজ চলছে। ১৫ অথবা ১৬ মার্চ প্রকাশিত হবে এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেখা যাবে।