আরিফুর রহমান, ঝালকাঠি।। ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সহ সভাপতি, সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নের টানা নবম বারের নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোবারক হোসেন মল্লিক ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার সকাল ৪.৫০ মিনিটে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃস্বাস ত্যাগ করেন। বিষয়টি তার জামাতা রাকিব তালুকদার নিশ্চিত করেছেন। পরিবার সূত্রে জানা গেছে, বেশ কিছু দিন ধরে তিনি হার্টে সমস্যা,উচ্চরক্তচাপ,ডায়াবেটিকসসহ বিভিন্ন রোগে নিয়ে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। শুক্রবার সকালে তিনি না ফেরার দেশে চলে যান। উল্লেখ্য ১৯৭৭ সালে মাত্র ২৮ বছর বয়সে ঝালকাঠি সদর উপজেলার বাসন্ডা ইউনিয়ন পরিষদে প্রথমবারের মতো চেয়ারম্যান নির্বাচিত হন বীর মুক্তিযোদ্ধা মোবারক হোসেন মল্লিক। কর্মদক্ষতা ও বিচক্ষণতায় এরপর তাকে আর কখনো পেছন ফিরে তাকাতে হয়নি। এভাবে টানা নয়বার ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়ে রেকর্ড করেছেন তিনি। মৃত্যুর সময় বীর মুক্তিযোদ্ধা মোবারক হোসেন মল্লিকের বয়স হয়েছিলো ৭৩ বছর। ## আরিফুর রহমান আরিফ ঝালকাঠি প্রতিনিধি