তাহিরপুর(সুনামগঞ্জ)প্রতিনিধিঃ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা পরিষদের পক্ষ থেকে নব নির্বাচিত সাত ইউনিয়ন পরিষদের সন্মানিত সদস্যদের জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে বরন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা বঙ্গবন্ধু ডিজিটাল কর্নারে অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সুনামগঞ্জ জেলা উইমেন্স চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি, সুনামগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক,সুনামগঞ্জ জেলা জাতীয় মহিলা সমিতির সভাপতি হুসনা হুদা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, উপজেলা আ,লীগের সিনিয়র সহ সভাপতি আলী মর্তুজা,উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ন বৈশাখ প্রমুখ। এসময় উপজেলা সাতটি ইউনিয়ন পরিষদের সকল নির্বাচিত সাধারণ সদস্যগন উপস্থিত ছিলেন। বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হুসনা হুদা ভালবাসার উপহার হিসেবে নব নির্বাচিত সকল ইউনিয়ন পরিষদ সদস্যদের প্রত্যেককে ফুলের তোরা ও তিনটি করে কম্বল প্রদান করেন।