দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

চলতি বছরের ১ অক্টোবর থেকে বেশ কয়েকটি পরিবর্তন আনছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা মেরিলিবোর্ন ক্রিকেট ক্লাব (এমসিসি)। তার মধ্যে আছে বিতর্কিত ম্যানকাড আউটও।

যদিও নন স্ট্রাইক প্রান্তের ব্যাটসম্যান দাগ ছেড়ে বেড়িয়ে গেলে তাকে আউট করা ক্রিকেটীয় আইনে এমনিতে বৈধই ছিল। কিন্তু ‘স্পিরিট অব ক্রিকেট’ এর দোহাই দিয়ে তুলোধোনা করা হতো ওই বোলারকে।

অবশেষে প্রচলিত আইনেও রদবদলের সিদ্ধান্ত নিয়েছে মেরিলিবোন ক্রিকেট ক্লাব। এখন থেকে মানকাডিং নামে কোনো আউট থাকছে না, সেটা হবে রান আউট। এমসিসির সভায় প্রাথমিকভাবে অনুমোদিত হয়েছে ক্রিকেটের বেশ কিছু নিয়ম বদলের বিষয়টি।

আগামী ১ অক্টোবর থেকে নতুন নিয়মগুলো চালু করতে চলেছে আইসিসি। এর মধ্যে মানকাডিংকে স্বাভাবিক রান আউট হিসেবে স্বীকৃতি দেওয়া হবে।

উল্লেখ্য, ১৯৪৭ সালের ডিসেম্বরে নন স্ট্রাইক প্রান্তে থাকা বিল ব্রাউনকে আউট করেছিলেন ভিনু মানকড়। এরপর থেকেই তীব্র সমালোচনার মুখে পড় আউটটির নাম হয়ে যায় মানকড়ের নামে।

তবে এখন থেকে নন-স্ট্রাইকার ব্যাটসম্যানকে ডেলিভারির আগেই বোলার রান-আউট করলে তা অনৈতিক বা স্পিরিট-বিরোধী বলে বিবেচনা করা যাবে না। বরং ব্যাটসম্যানকে রান-আউট দেওয়া হবে স্বাভাবিক নিয়মে। এতদিন মানকাডিংকে ‘আনফেয়ার প্লে’ (ল-৪১) হিসেবে চিহ্নিত করা হতো আইসিসির নিয়মে। এবার থেকে তা বিবেচিত হবে ‘ফেয়ার প্লে’ হিসেবে। মানকাডিংকে স্থানান্তরিত করা হচ্ছে রান-আউটের কোটায় (ল-৩৮)।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version