ইউক্রেনে হামলার জেরে অনেক কোম্পানি রাশিয়ার পণ্য বিক্রি স্থগিত করেছে। তবে একই পথে না হাঁটায় সমালোচনা মুখে পড়েছিল পেপসিকো, কোকা-কোলার মতো কোম্পানি। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের চারটি বিখ্যাত ব্রান্ড রাশিয়ায় কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে। এগুলো হলো পেপসিকো, কোকা-কোলা, ম্যাকডোনাল্ডস ও স্টারবাক্স।

পেপসি রাশিয়াতে ছয় দশকের বেশি সময় ধরে পণ্য বিক্রি করে আসছে। আর সোভিয়েত ইউনিয়নের পতনের কয়েক মাস আগেই মস্কোতে কার্যক্রম শুরু করে ম্যাকডোনাল্ডস।

গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে ‌‘বিশেষ সামরিক অভিযান’ পরিচালনা করছে রাশিয়া। সংঘাত শুরুর পর ২০ লাখ মানুষ ইউক্রেন ছেড়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।

 

সূত্র : সিএনবিসি

Share.
Leave A Reply

Exit mobile version