মোঃ বাবুল হোসেন, পাঁচবিবিঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ও পাঁচবিবি পৌরসভার সার্বিক সহযোগিতায় পৌর পার্কস্থ ডাঃ কাদের চৌধুরী চত্ত্বরে আলোচনা সভা, পুরুস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার বরমান হোসেনের সভাপতিত্ত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জয়পুরহাট- আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রনালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব এ্যাডঃ সামছুল আলম দুদু এমপি। বিশেষ অতিথি হিসাবে বক্তব রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম মুন্না, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু বক্কর ছিদ্দিক মন্ডল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান রাজিনারা টুনি, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কায়সার রহমান, মিছির উদ্দিন মন্ডল, প্যানেল মেয়র নুর হোসেন প্রমুখ,। এর আগে বঙ্গঁবন্ধ শেখ মুজিবুর রহমান ও
জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন।