দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

বাঁচামরার লড়াইয়ে বুধবার রাতে রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি)। চ্যাম্পিয়নস লীগে টিকতে থাকতে এ ম্যাচে জিততেই হবে তাদের। কারণ শেষ ষোলোর প্রথম লেগে ১-০ গোলের হারে পিছিয়ে রয়েছে আসরের রেকর্ড চ্যাম্পিয়নরা। মেসি-এমবাপ্পেদের নিয়ে গড়া বিশ্বের সবচেয়ে শক্তিশালী আক্রমণভাগ নিয়ে মাদ্রিদ আসছে পিএসজি। তাদের হারাতে প্রস্তুতিটা ভালোভাবেই সেরে নিলো কার্লো আনচেলত্তির দল। শনিবার লা লিগার ম্যাচে সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল সোসিয়েদাদকে ৪-১ গোলে উড়িয়ে দেয় রিয়াল মাদ্রিদ।

সোসিয়েদাদকে একেবারে পুরো ৯০ মিনিট কোণঠাসা করে রাখে রিয়াল। তাদের গোলপোস্টে মাত্র একটি শটই নিতে পারে সোসিয়েদাদ। অন্যদিকে মোট ১৮টি শট নেয় রিয়াল।
এর মধ্যে ৮টি ছিল লক্ষ্যে। প্রথমার্ধের শেষ দিকে তিন মিনিটের ব্যবধানে দুই গোল আদায় করে দলটি। ৪০তম মিনিটে এদুয়ার্দু কামাভিঙ্গা এবং ৪৩তম মিনিটে গোল করেন লুকা মদরিচ। এরপর ৭৬তম মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান করিম বেনজেমা। তিন মিনিট পর মার্কো আসেনসিওর গোলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।

লা লিগায় নিজেদের শেষ ৩ ম্যাচেই জয় দেখা রিয়াল ২৭ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে আরও পোক্ত করেছে শীর্ষ স্থান। ৫৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে সেভিয়া। তিনে থাকা রিয়াল বেতিসের ৪৬ পয়েন্ট। এক পয়েন্ট পিছিয়ে চতুর্থ স্থানে রয়েছে বার্সেলোনা।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version