ইবি প্রতিনিধি-
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি)২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে মুক্তিযোদ্ধা ও খেলোয়াড় কোটায় ভর্তির ফল প্রকাশিত হয়েছে। শনিবার (০৫ মার্চ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো.আতাউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২১ সালের ২২ ডিসেম্বর ভর্তি কমিটির ৫ ম সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী ২০২০-২১ শিক্ষাবর্ষে GST গুচ্ছভূক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণকারী শিক্ষার্থীদের ইসলামী বিশ্ববিদ্যালয়ের A , B ও C ইউনিটসমূহে ভর্তির জন্য শিক্ষার্থীদের GST ভর্তি পরীক্ষার ফলাফলের মেধাক্রম ও ইসলামী বিশ্ববিদ্যালয়ে আবেদনের সময় প্রদত্ত বিষয় পছন্দক্রম অনুসারে খেলোয়াড় কোটা এবং মুক্তিযোদ্ধা কোটায় ভর্তির জন্য নির্বাচিত করা হয়েছে। নির্বাচিত শিক্ষার্থীদেরকে আগামী ৬ মার্চ থেকে ৯ মার্চের মধ্যে ( অফিস চলাকালীন সময়ে )ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে । ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের নামের তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.iu.ac.bd/admission- এর মাধ্যমে জানা যাবে । খেলোয়াড় কোটা এবং মুক্তিযোদ্ধা কোটায় ভর্তিকৃত শিক্ষার্থীগণ বিভাগ পরিবর্তনের সুযোগ পাবে না।
এছাড়া গত ২রা মার্চ অনুষ্ঠিত ২০২০-২১ শিক্ষাবর্ষে চারুকলা বিভাগে ভর্তিচ্ছুদের ব্যবহারিক পরীক্ষার ফলাফলও একইসাথে প্রকাশিত হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।