দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

গত ২৪ ঘণ্টায় করোনায় ১৩ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ৭৭ জনে। নতুন শনাক্তের ৬৮ শতাংশই ঢাকা মহানগরের বাসিন্দা। নতুন করে শনাক্ত হয়েছেন ৩৬৮ জন। আগের দিন এই সংখ্যা ছিল ৬০৪ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১৯ লাখ ৪৬ হাজার ৭৩৭ জন। দৈনিক শনাক্তের হার ২ দশমিক ১১ শতাংশে নেমেছে। যা আগের দিন এই সংখ্যা ছিল ৩ দশমিক ২০ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় ৪০১৮ জন এবং এখন পর্যন্ত ১৮ লাখ ৩৯ হাজার ৯৯৮জন সুস্থ হয়ে উঠেছেন।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়, দেশে ৮৭৬টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৪১৪টি নমুনা সংগ্রহ এবং ১৭হাজার ৪৬৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১ কোটি ৩৫ লাখ ৬ হাজার ৮০৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২ দশমিক ১১ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৪ দশমিক ৫২ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৩ জনের মধ্যে ৭ পুরুষ এবং ৬ জন নারী। দেশে মোট পুরুষ মারা গেছেন ১৮ হাজার ৫৬০ জন এবং নারী ১০ হাজার ৫১৭জন।

তাদের মধ্যে বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ৮১ থেকে ৯০ বছরের ২ জন, ৭১ থেকে ৮০ বছরের ২ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৩ জন, ৫১ থেকে ৬০ বছরের ৫ জন, ৩১ থেকে ৪০ বছরের ১ জন রয়েছেন।

মারা যাওয়া ১৩ জনের ঢাকা বিভাগে ৮ জন, চট্টগ্রামে বিভাগে ১ জন, বরিশালে ২ জন, রংপুর ১ জন, ময়মনসিংহ ১ জন রয়েছেন। মারা যাওয়া ১৩ জনের মধ্যে জন ১২ সরকারি হাসপতালে এবং বেসরকারি হাসপাতালে ১ জন রয়েছেন। নতুন শনাক্তের মধ্যে ঢাকা মহানগরের রয়েছেন ২৫২ জন। যা একদিনে মোট শনাক্তের ৬৮ দশমিক ৪৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে রয়েছেন ২৮৭ জন, ময়মনসিংহ বিভাগে ৩ জন, চট্টগ্রাম বিভাগে ৫৮ জন, রাজশাহী বিভাগে ৩ জন, রংপুর বিভাগে ১ জন, খুলনা বিভাগে ৯ জন, বরিশাল বিভাগে ২ জন এবং সিলেট বিভাগে ৫ জন শনাক্ত হয়েছেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version