ইউক্রেনের সেনাবাহিনীর স্নাইপার হামলায় রাশিয়ার মেজর জেনারেল আন্দ্রেই সুখভেতস্কি (৪৭) নিহত হয়েছেন।
বৃহস্পতিবার ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী রাশিয়ার আক্রমণ প্রতিহত করার সময় মারা যান তিনি। তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে তার মৃত্যুর বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
রাশিয়ার সামরিক বাহিনীর সেন্ট্রাল মিলিটারি ডিস্ট্রিক্টের ৪১তম কম্বাইন্ড আর্মস আর্মির ডেপুটি কমান্ডার হিসেবে কাজ করছিলেন তিনি। এছাড়াও জেনারেল সুখভেতস্কি ৭ম এয়ারবোর্ন ডিভিশনের প্রধান হিসেবেও দায়িত্বপালন করছিলেন। সিরিয়ায়ও কাজ করেছেন সুখভেতস্কি।
সূত্র: ডেইলি মেইল ও দি ইন্ডিপেনডেন্ট।