নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া- কুষ্টিয়া সদরের কুমারগাড়ায় মটরসাইকেল ও বাইসাইকেলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কলেজ ছাত্রসহ দুই জন নিহত হয়েছে। মটরসাইকেল চালক নিহত আকিব হোসেন কুষ্টিয়া পলিটেশনিক ইনস্টিটিউট এর ইঞ্জিনিয়ারিং পড়তো। আর বাইসাইকেল চালক নিহত সবুজ হোসেন কিয়াম মেটালে চাকরি করতেন। বৃহস্পতিবার (০৩ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে তাদের মৃত্যু হয়। স্থানীয়দের বরাত দিয়ে কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ওসি ইদ্রিস আলী বলেন, রাত সাড়ে ১০টার দিকে কলেজ ছাত্র আকিব হোসেন মটরসাইকেল চালিয়ে খাজাঁনগর মাদরাসা পাড়ায় নিজের বাড়ি যাচ্ছিলেন। অন্যদিকে একই সময়ে কিয়াম মেটালে কাজ শেষে সবুজ বাইসাইকেল নিয়ে হড়রা মেটন গ্রামে নিজের বাড়ি ফিরছিলেন। কুমারগাড়া ফুজিঁ আইসক্রিম মোড়ে মটরসাইকেল ও বাইসাইকেলের সংঘর্ষ হয়। ছিটকে পড়ে দুই জনই গুরুতর আহত হন। স্থানীয়রা দু’জনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেন। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১ টার দিকে দুই জনেরই মৃত্যু হয়। হাসপাতালে স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়েন। ময়না তদন্ত জন্য আজ শুক্রবার সকালে মৃতদেহ হাসপাতালের মর্গে নেয়া হয়েছে বলে জানা গেছে।