ভারতীয় দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা বিজয় দেবারাকোন্ডা এবং রাশমিকা মান্দানার প্রেম নিয়ে জল্পনা চলছেই। যদিও এই আলোচনা নিয়ে দু’জনের কেউই বিশেষ মুখ খোলেননি। বিজয় শুধু ২১ ফেব্রুয়ারি একটি টুইটে লিখেছিলেন ‘আবারও ভুল কথাবার্তা।’ তবে কোন কথা ভুল, তা যদিও টুইটে উল্লেখ করেননি। এবার জল্পনা নিয়ে মুখ খুললেন রাশমিকা।
‘পুষ্পা’র আকাশছোঁয়া সাফল্যের পর বর্তমানে পরবর্তী ছবির প্রচারে ব্যস্ত রয়েছেন রাশমিকা। ছবির প্রচারে এই নিয়ে প্রশ্ন করা হলে রাশমিকা তার এবং বিজয়ের বিয়ের ব্যাপারটি নিছকই গুজব বলেই উড়িয়ে দেন।
‘পুষ্পা’র অভিনেত্রী বলেন, “বিয়ের করার জন্য এখনও আমার হাতে অনেক সময় আছে। যখন সময় হবে তখনই বিয়ে করব। যারা গুজব ছড়াচ্ছেন তাদের গুজব ছড়াতে দিন।”
‘ডিয়ার কমরেড’, ‘গীত গোবিন্দম’-এর মতো একাধিক ছবিতে একসঙ্গে কাজ করেছেন বিজয় এবং রশ্মিকা। শোনা যায়, পর্দার সেই প্রেম বাস্তবে পরিণত হতেও সময় নেয়নি বেশি দিন। তবে, বিজয় এবং রাশমিকা দু’জনেই আপাতত সেই জল্পনায় পানি ঢাললেন।