ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পশ্চিমা মিত্র দেশগুলোর প্রতি রুশ বিমানের জন্য ইউক্রেনে ‘নো ফ্লাই জোন’ তৈরির বিবেচনার আহ্বান জানিয়েছেন।
সোমবার ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহরে রুশ বিমান বাহিনী বোমা হামলা শুরু করলে জলোনেস্কি এই আহ্বান জানান।
এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, যুদ্ধ শুরুর পর রাশিয়া ৫৬টি রকেট হামলা, ১১৩টি ক্রুজ মিসাইল হামলা চালিয়েছে।
ইউক্রেনীয় কর্মকর্তারাদের অভিযোগ, রাশিয়া ১৪ লাখ মানুষের শহর খারকিভে হামলা চালিয়ে শিশুসহ বেসামরিক মানুষ হত্যা করছে।
প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, এখন ইউক্রেনের আকাশসীমায় রুশ ক্ষেপণাস্ত্র, প্লেন এবং হেলিকপ্টার ঠেকানোর সময়। তবে নো-ফ্লাই জোন কিভাবে এবং কে কার্যকর করবে তা উল্লেখ করেননি জেলেনস্কি।
তবে যুক্তরাষ্ট্র ইউক্রেনে সামরিক সহায়তা পাঠালেও ইউক্রেনে মার্কিন সৈন্য পাঠানো এবং ভলোদিমির জেলেনস্কির আহ্বান নাকচ করে দিয়েছে।
হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন সাকি সাংবাদিকদের বলেন, নো-ফ্লাই জোন বাস্তবায়নের বিষয়। এই ধরনের পদক্ষেপ নিতে মার্কিন সেনা মোতায়েনের প্রয়োজন পড়বে। আর সেটা করা হলে সরাসরি রাশিয়া সঙ্গে সংঘাত তৈরি হবে।
সূত্র: আল জাজিরা