ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে এই হামলা শুরু হয়। সোমবার হামলার পঞ্চম দিন। রাশিয়া-ইউক্রেনের এই যুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাত বলে মনে করা হচ্ছে।
গত চার দিনে ইউক্রেনজুড়ে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছে রুশ বাহিনী। কোনও কোনও স্থানে ইউক্রেনীয় বাহিনী ও সেখানকার বেসামরিক নাগরিকার শক্ত প্রতিরোধ গড়ে তোলে।
এদিকে, সোমবার হামলার পঞ্চম দিন সকাল হতেই ইউক্রেনের চেরনিহিভে একটি আবাসিক ভবনে মিসাইল হামলার ঘটনা ঘটেছে। ইউক্রেনের জাতীয় সংবাদ সংস্থা ‘ইউক্রিনফর্ম’ এর বরাত দিয়ে বিবিসি এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মিসাইল হামলায় আবাসিক ওই ভবনের নিচের দুই তলায় আগুন ধরে গেছে।
তবে রিপোর্ট লেখা পর্যন্ত এই ঘটনায় হতাহতের কোনও খবর জানানো হয়নি। সূত্র: বিবিসি