‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২০’-এ সেরা অভিনেতার পুরস্কার পাচ্ছেন তরুণ অভিনেতা সিয়াম আহমেদ। ‘বিশ্বসুন্দরী’ সিনেমায় অভিনয়ের সুবাদে তিনি বিজয়ী হয়েছেন। তবে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ প্রশ্ন তুলেছেন। দেখা যাচ্ছে, ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান পুরস্কার না পাওয়ায় সমালোচনায় মেতেছেন নেটিজেনদের একাংশ।
তবে এসব অভিযোগকে একেবারে উড়িয়ে দিয়েছেন জনপ্রিয় অভিনেতা রিয়াজ। মানিকগঞ্জের গঙ্গাধর্দিতে নতুন ছবি ‘রেডিও’ এর শুটিং সেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেছেন, ‘আসলে বরাবরই জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিয়ে সমালোচনা হয়, এটা নতুন কিছু নয়। এবার গান নিয়ে সমালোচনা হচ্ছে… জাতীয় চলচ্চিত্র পুরস্কারে যে জুরি বোর্ড গঠন করা হয়, ১৩ জন সদস্য থাকে। এই জুরি বোর্ড পুরস্কার দেওয়ার অধিকার রাখে না, জুরি বোর্ডের কাজ সুপারিশ করা।’
জাতীয় পুরস্কারে শাকিব-সিয়াম প্রসঙ্গে প্রশ্ন করা হলে রিয়াজ বলেন, ‘আমি স্পষ্ট করে বলতে চাই, ন্যাশনাল অ্যাওয়ার্ডে জুরি বোর্ড যে মার্কিং করে, সেটি কোনো শীর্ষ নায়ক দেখে করে না। অভিনয় দক্ষতা, পারফরমেন্স এবং সিনেমার সঙ্গে তার একাত্মতা দেখে মার্কিং হয়। এখানে কে শীর্ষ, কে শীর্ষ না, সেটি দেখে কোনো মার্কিং হয় না। আমার ধারণা এটা নিয়ে আমি ক্লিয়ার করতে পেরেছি।’
তিনি বলেন, ‘জুরি বোর্ডে মোট ১৩ জন সদস্য থাকেন। সবাই মিলে মার্কিং করেন। সে মার্কিংয়ের ভিত্তিতে যার নম্বর বেশি হয় তার জন্য জুরি বোর্ড শুধুমাত্র সুপারিশ করতে পারে। সেই সুপারিশের পর সংশ্লিষ্ট মন্ত্রণালয় চাইলে সেটি রাখতে পারে, নাও পারে। এটুকু হচ্ছে জুরি বোর্ডের লিমিটেশন। তবে কোনো কিছুর দায় এককভাবে জুরি বোর্ডর ওপর বর্তায় বলে আমার মনে হয় না।’