ইউক্রেনের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহরে সংঘর্ষ চলছে, আর তাতে এ পর্যন্ত অন্তত ৬৪ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। সবিমিলিয়ে হতাহতের সংখ্যা অন্তত ২৪০। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশন-ওসিএইচসিআর এ তথ্য জানিয়েছে।
কমিশনের রিপোর্টে আরও বলা হয়, রুশ ও ইউক্রেন বাহিনীর এই সংর্ষের কারণে অনেক ঘরবাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক মানুষ পানি ও বিদ্যুৎ সেবা বঞ্চিত হচ্ছে।
ওসিএইচসিআর বলছে, এ পর্যন্ত এক লাখ ৬০ হাজার ইউক্রেনের নাগরিক ঘরবাড়ি ছেড়ে অন্য জায়গায় গেছে, তাদের অনেকেই বিভিন্ন দেশে আশ্রয় নেয়ার চেষ্টা সীমান্ত পার হওয়ার চেষ্টা করছে।
অন্যদিকে ইউক্রেনের সরকার বলছে, রাশিয়ার সেনা অভিযানের ফলে দেশটির ৫০ লাখের বেশি মানুষ শরণার্থী হতে পারে।
সূত্র: বিবিসি