দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

মো.মাসুম বিল্লাহ, জাককানইবি প্রতিনিধি:

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের এক শিক্ষার্থীর জন্ম পরিচয় নিয়ে প্রশ্ন তোলার অভিযোগে সহযোগী অধ্যাপক ড. মেহেদী হাসানের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছে । এতে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবির ।

গত বৃহস্পতিবার ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষক ড. মেহেদী হাসানের প্রশ্নের পর একই বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী শামীম সিদ্দিকী ফেসবুক লাইভে গিয়ে ঘুমের ঔষধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন । লাইভ দেখার পর তাকে উদ্ধার করে প্রথমে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন সহপাঠীরা । এ খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে সন্ধা থেকে অভিযুক্ত শিক্ষক ড. মেহেদী হাসানের পদত্যাগের দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা । বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা চত্বর ও প্রশাসনিক ভবনের সামনে টায়ারে অগ্নিসংযোগ করে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন তারা । পরবর্তীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এতে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টের দুপাশে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয় । পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখরের পক্ষে ভারপ্রাপ্ত ভিসি অধ্যাপক জালাল উদ্দিন তদন্তের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা ।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আহমেদুল বারীকে প্রধান করে, ছাত্র পরামর্শক ড. তপন কুমার সরকার ও প্রক্টর ড. উজ্জল প্রধানকে সদস্য করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version