দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

শাহ মো জহরুল ইসলাম, বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ- গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(বশেমুরবিপ্রবি) এর এক শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় ধর্ষকদের ও বিশ্ববিদ্যালয়ের আন্দোলন রত শিক্ষক, শিক্ষার্থীদের উপর স্থানীয়দের হামলার প্রতিবাদে দ্বিতীয় দিনেও উত্তাল বশেমুরবিপ্রবি।

আজ শুক্রবার (২৫ফেব্রুয়ারি)সকাল ১১ঘটিকার সময় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ধর্ষকদের ও শিক্ষার্থীদের উপর হামলার প্রধানমন্ত্রী বরাবর বিচারের দাবিতে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা।

সাধরণ শিক্ষার্থীরা বলেন আমরা ধর্ষকদের দ্রুত বিচারের দাবিতে আন্দোলন করছিলাম।আমাদের এই ন্যায্য দাবিতে স্থানীয়রা পরিকল্পিত ভাবে হামলা করেছে। আমরা এই ঘটনার তিব্র নিন্দা জানাচ্ছি এবং ধর্ষক ও হামলাকারীদের দ্রুত বিচারের দাবি জানাচ্ছি।

আন্দোলনরত শিক্ষার্থীরা সরাসরি প্রধানমন্ত্রী বরাবর ধর্ষণের ও অন্দোলনরত শিক্ষক,শিক্ষার্থীদের উপর হামলার বিচার চেয়েছেন

অবস্থান নেওয়া ইতিহাস বিভাগের তামিরুল হক জানায়,” আমরা ধর্ষণের বিচার সহ আমাদের হামলাকারিদের বিচার চাই। আমাদের নিরাপত্তা নিশ্চিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ আশা করছি।”

বাংলা বিভাগের শিক্ষার্থী রাজু আহমেদ জানান, ” ধর্ষণের বিচার চাইতে গিয়ে শিক্ষার্থীদের হামলার শিকার হতে হবে আমরা কল্পনা করিনি। এই হামলা এবং বোনের ধর্ষণের সুষ্ঠু বিচার চাই, বিচার না পাওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো।”

গতকাল (২৪ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ধর্ষকদের বিচারের দাবিতে আন্দোলন করছিলেন।আন্দোলনরত শিক্ষার্থীদের উপর অতর্কিত ভাবে হামলা করেন স্হানীয় জনগন।এতে বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রক্টর ও সাধারণ শিক্ষার্থী সহ মোট ২০জন আহত হন।

উল্লেখ্য গত বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৯টা ২৫ মিনিটের দিকে গোপালগঞ্জ জেলা স্কুলের নির্মাণাধীন ভবনে ধর্ষণের ঘটনা ঘটে। ওই শিক্ষার্থী তার বন্ধুর সঙ্গে গোপালগঞ্জ সদরের নবীনবাগ হেলিপ্যাডের সামনে থেকে হেঁটে আসছিলেন। পথিমধ্যে একটি অটো থেকে তাদের তুলে নেওয়া হয়। পরে ৭/৮ জন মিলে তাদের গোপালগঞ্জ জেলা স্কুলের নির্মাণাধীন ভবনে নিয়ে ওই বন্ধুকে মারধর করে এবং ওই শিক্ষার্থীকে ধর্ষণ করে। এ ঘটনায় এখন পর্যন্ত তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version