স্টাফ রিপোর্টার:
বাগানবাড়ী বিওপির টহল দল ২৩ ফেব্রুয়ারি দোয়ারাবাজার উপজেলাধীন বোগলাবাজার ইউনিয়নের বাগানবাড়ী নামক স্থান হতে ১৯০ বোতল ভারতীয় মদ আটক করে, যার সিজার মূল্য ২,৮৫,০০০/- টাকা।
বাংগালভিটা বিওপির টহল দল একই দিন মধ্যনগর উপজেলাধীন ১নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের কির্তনছড়া নামক স্থান হতে ৪০ বোতল ভারতীয় মদ আটক করে, যার মূল্য ৬০,০০০/- টাকা।
টেকেরঘাট বিওপির টহল দল ঐদিনই তাহিরপুর উপজেলাধীন ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের রজনী লাইন নামক স্থান হতে ৭০০ কেজি ভারতীয় কয়লা আটক করে, যার আনুমানিক মূল্য ৯,১০০/- টাকা।
ডুলুরা বিওপির টহল দল একই দিন বিশ্বম্ভরপুর উপজেলাধীন ১নং শলুকাবাদ ইউনিয়নের পশ্চিম ডুলুরা নামক স্থান হতে ৩১ বোতল ভারতীয় বিয়ার আটক করে, যার মূল্য ৭,৭৫০/- টাকা।
চিনাকান্দি বিওপির টহল দল বিশ্বম্ভরপুর উপজেলাধীন ৩নং ধনপুর ইউনিয়নের কাপনা নামক স্থান হতে ৭০,০০০ পিস ভারতীয় নাসির বিড়ি আটক করে, যার আনুমানিক মূল্য ১,১৯,০০০/- টাকা।
বাঁশতলা বিওপির টহল দল ২৪ ফেব্রুয়ারি সীমান্ত পিলার ১২২৯/৭-এস এর নিকট শূন্য রেখা বরাবর ভারত হতে বাংলাদেশে প্রবেশ করার সময় দোয়ারাবাজার উপজেলাধীন ১নং বাংলাবাজার ইউনিয়নের মোকামছড়া নামক স্থান হতে ১টি ভারতীয় গরু আটক করে, যার আনুমানিক মূল্য ৮০,০০০/- টাকা।
আটককৃত ভারতীয় মদ, বিয়ার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় এবং নাসির বিড়ি, গরু ও কয়লা শুল্ক কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে জানিয়েছেন সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লে কর্ণেল মাহবুবুর রহমান।
##
আমিনুল হক
সুনামগঞ্জ