একদিন আগেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘জিনিয়াস’ বলে সম্বোধন করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
একদিন পর বুধবার রাতে ফক্সনিউজকে ট্রাম্প বলেন, “ইউক্রেনে রাশিয়ার সেনা অভিযান বিশ্বের বড়ই দুঃখজনক বিষয়।”
এ সময় তিনি দাবি করেন, তার প্রশাসন যুক্তরাষ্ট্রের ক্ষমতায় থাকলে এই যুদ্ধ হতো না।
ট্রাম্প বলেন, “এটি এমন কিছু যা কখনওই ঘটা উচিত নয়। আমার প্রশাসনের সময় হলে এটি ঘটত না। আর এ সময় তো কখনওই ঘটত না এই যুদ্ধ।”
তিনি আরও বলেন, “এটি বিশ্বের জন্য, ওই দেশের জন্য একটি অত্যন্ত দুঃখজনক বিষয় এবং এটি অবশ্যই অনেক লোকের জন্য খুব দুঃখজনক যাদেরকে অকারণে হত্যা করা হচ্ছে।”
তিনি বলেন, “আমার মনে হয় কিছু একটা করে সমঝোতায় যেতে চাইছেন পুতিন। তবে পরিস্থিতি দিনে দিনে খারাপের দিকেই যাচ্ছে। সাথে আমেরিকার দুর্বলতাও তিনি উপভোগ করছেন।”
ট্রাম্প আরও দাবি করেছেন, “আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করায় বিশ্ববাসীর কাছে বাইডেন প্রশাসনের দুর্বলতার চিত্র পরিষ্কার হয়ে গেছে।” সূত্র: সিএনএন