দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

ইবি প্রতিনিধি-
শিক্ষার্থী সংশ্লিষ্ট ৭ দফা দাবিতে ভিসির কাছে স্মারকলিপি দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাধারণ শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল বুধবার (২৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ভিসি প্রফেসর ড. শেখ আব্দুস সালামের কার্যালয়ে তার সাথে সাক্ষাৎ করে স্মারকলিপি প্রদান করেন।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো- বিশ্ববিদ্যালয়ের বিভাগ সমূহে শিক্ষার্থীবান্ধব (নামমাত্র) প্রত্যয়নপত্র ফি নির্ধারণ করা, শিক্ষার্থীদের অনতিবিলম্বে প্রাতিষ্ঠানিক ইমেইল প্রদানে উদ্যোগ নেয়া, বিশ্ববিদ্যালয়ের নামে অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেইজ তৈরিতে পদক্ষেপ নেয়া, ক্যাম্পাসে দ্রুত গতিতে মোটর সাইকেল চালানো নিষিদ্ধ করা ও ক্যাম্পাসের অভ্যন্তরে সকল প্রকার যানবাহন চলাচলের সর্বোচ্চ গতিসীমা ১৫ কি.মি/ঘন্টা নির্ধারণ করে বহিরাগতদের অবাধ বিচরণ সীমিত করা এবং সম্প্রতি বিভিন্ন পত্রিকায় প্রকাশিত ক্যাম্পাসে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ সংক্রান্ত প্রতিবেদন সমূহের তদন্তপূর্বক জড়িতদের শাস্তির আওতায় আনা ও একই সাথে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে প্রশাসনকে কার্যকরী ভূমিকা গ্রহণ করা। এ ছাড়া ক্যাম্পাসে নির্মাণাধীন অবকাঠামো সমূহে পূর্ণ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে উন্নয়ন পরিকল্পনা সম্পন্ন করা ও অবিলম্বে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থিত কুষ্টিয়া-খুলনা মহাসড়কের উভয় পাশে স্পীড ব্রেকার স্থাপন করার দাবি জানিয়েছে শিক্ষার্থীরা।

এ বিষয়ে ভিসি প্রফেসর ড. শেখ আব্দুস সালাম বলেন, শিক্ষার্থীদের দাবিসমূহ যৌক্তিক। দাবিগুলো নিয়ে দ্রুত সংশ্লিষ্ট দপ্তরগুলোতে কথা বলবো।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version