স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রায় সাড়ে তিন কোটি টাকার এমএসআর সামগ্রী (ওষুধপত্র) সরবরাহকারী নিয়োগের দরপত্র জমা দিতে বাধা ও ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে সুনামগঞ্জ সদর উপজেলা যুবলীগের সভাপতি এহসান আহমেদ উজ্জ্বলকে দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে সুনামগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপল বিষয়টি জানিয়েছেন।
শনিবার জেলা যুবলীগের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ১৬ ফেব্রুয়ারি সদর হাসপাতালে দরপত্র জমাদানকে কেন্দ্র করে সৃষ্ট ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ আওয়ামী যুবলীগ সুনামগঞ্জ সদর উপজেলা শাখার সভাপতি এহসান আহমেদ উজ্জ্বলের নামে সুনামগঞ্জ সদর থানায় দ্রুত বিচার আইনে মামলা হয়। এই ঘটনাকে দলীয় শৃঙ্খলা লঙ্ঘন ও গঠনতন্ত্রের পরিপন্থি মনে করে যুবলীগ। এতে সংগঠনের ভাবমূর্তিও ক্ষুন্ন হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই অবস্থায় গঠনতন্ত্রের ২২ (ক) ধারা মোতাবেক বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মো. মাঈনুল হোসেন খান নিখিল’এর নির্দেশক্রমে এহসান আহমেদ উজ্জ্বলকে দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়।