তাসলিমুল হাসান সিয়াম,গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধায় শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে কেক কাটা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে। রবিবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় কুপতলা ইউনিয়নে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ জেলা শাখার আয়োজন কেক কাটা ও শিশুদের নিয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের জেলা শাখার সভাপতি তানজিম চৌধুরীর পিয়াস,সদর উপজেলার সহ সভাপতি রাশেদুল ইসলাম রাশেদ,কুপতলা ইউনিয়ন সভাপতি সামিউল ইসলাম শিয়াব সহ প্রমুখ।