স্টাফ রিপোর্টার ঃ
সুনামগঞ্জ জেলায় তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি ( গ্রাসরুটস) সুনামগঞ্জ ৪ র্থ জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১ টায় উকিল পড়াস্হ প্রেস ক্লাবে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে গ্রাসরুটস সুনামগঞ্জের সভাপতি ফৌজি আরা শাম্মি’র সভাপতিত্ব ও নারী সাংবাদিক জাকিয়া সুলতানা’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ পৌর মেয়র নাদের বখত, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংরক্ষিত সংসদ সদস্য ও সুনামগঞ্জ মহিলা আওয়ামী লীগের সভাপতি এড. শাহানা রব্বানী, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া , উদ্বোধক হিসেবে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন গ্রাসরুটস এর জাতীয় সমন্বয়কারী অনিতা দাশ গুপ্তা। এছাড়াও বক্তব্য রাখেন গ্রাসরুটস এর নির্বাহী পরিচালক হিমাংশু মিত্র।
বক্তব্য রাখেন, তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, নারীরা আজ পিছিয়ে নেই, বিভিন্ন প্রোডাক্ট নিজ হাতে তৈরি করে বাজারজাত করে স্বাবলম্বী হয়েছে। আমাদের হাতে তৈরি প্রোডাক্ট বাজারজাত করণে প্রচার প্রচারণা চালিয়ে যেতে হবে, মেলার মাধ্যমে প্রচার করতে হবে, এতে করে দায়িত্বশীল যাঁরা আছেন সকলের সহযোগিতা প্রয়োজন। নারী উদ্যোক্তা হিসেবে সহায়তার জন্য বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করেন তারা।