দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

তাসলিমুল হাসান সিয়াম,গাইবান্ধা: প্রতিনিধিগাইবান্ধার গোবিন্দগঞ্জে থানা পুলিশের হাতে প্রায় আড়াই লাখ টাকার ২১ বস্তা শুটকি মাছ ছিনতাই ঘটনার মূলহোতা মালসহ ঢাকা থেকে আটক হয়েছে। আটক লুৎফর রহমান ওরফে লিটন (৪১) কোচাশহর ইউপির বনগ্রাম কারিগর পাড়ার মৃত ছমের আলীর ছেলে। অপর আসামি রাখালবুরুজ ইউপির সরকারপাড়া গ্রামের আ. জব্বারের ছেলে শফি সরকার ওরফে শফি বিডিআর (৩৫) পলাতক রয়েছে। এ ঘটনায় শুটকি ব্যবসায়ী সিরাজগঞ্জে নজরুল ইসলাম বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করেছে।

মামলা সূত্রে জানা যায়, শুটকি ব্যবসায়ী নজরুল ইসলাম নীলফামারী জেলার সৈয়দপুর শুটকি আড়ত থেকে গত ১০ ফেব্রুয়ারি পিকআপযোগে সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা দেয়। বেলা সাড়ে ৩টার দিকে তারা রংপুর মডার্ণ এলাকায় পৌঁছায়। এখানে অপরিচিত ড্রাইভার তার হেলপারের দ্বারা কেক, কলা ও পানি আনায়। ওই নাস্তা খেয়ে তারা রওনা দেয়। প্রায় আধা ঘণ্টা পর ড্রাইভার ও হেলপার ছাড়া সবাই ঝিমাতে থাকলে এক পর্যায়ে তারা জ্ঞান হারায়। এ অবস্থায় শুটকিগুলো ছিনতাইয়ের উদ্দেশ্যে তারা গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বাগদা ফার্মের ফাঁসিতলায় এলাকায় নামিয়ে পিকআপ নিয়ে পালিয়ে যায়। তারা শুটকিগুলো কোচাশহর এলাকার বনগ্রাম কারিগর পাড়ায় লিটনের বাড়িতে রেখে বিক্রির চেষ্টায় ব্যর্থ হয়। পরবর্তীতে ঢাকার হাতিরফিল মধুবাগ থানাধীন বাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যায়। সেখানে লিটনের ভাই আ. কাফি ও ভাবীদের সহায়তায় কিছু শুটকি বিক্রি করে। ১৪৪২ কেজির মধ্যে ৯০০ কেজি শুটকি উদ্ধার করে গোবিন্দগঞ্জ থানা পুলিশ।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইজার উদ্দিন জানান, এজাহার দায়েরের পর তথ্যপ্রযুক্তির সহায়তায় মামলার ১নম্বর আসামী লিটনকে আমাদের চৌকষ অফিসাররা আটক করে। লিটনের দেয়া তথ্যে ১৫ ফেব্রুয়ারি এসআই জসিম সঙ্গীয় ফোর্সসহ ঢাকার হাতিরঝিল এলাকায় অভিযান চালায় এবং ৯০০ কেজি শুটকি সহ ভাবি রিয়া বেগমকে আটক করে। অপর আসামি শফি বিডিআরকে গ্রেফতারে অভিযান চলমান আছে ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version