স্টাফ রিপোর্টারঃ
জামালগঞ্জ উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন কাজল চন্দ্র তালুকদার ও ইউপি সদস্যবৃন্দ। দায়িত্ব হস্তান্তর করেন সাত বারের নির্বাচিত চেয়ারম্যান বাবা করুনাসিন্ধু তালুকদার। বাবার হাত থেকে ইউনিয়ন পরিষদের দায়িত্ব গ্রহণ করেন নবনির্বাচিত চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদার সহ সদস্যবৃন্দ। করুনাসিন্ধু তালুকদার ফেনারবাঁক ইউনিয়নে জনপ্রিয় চেয়ারম্যান ছিলেন। জনসেবায় বিশেষ অবদান রাখায় ২০২০ সালে শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন করুনাসিন্ধু তালুকদার। এর আগে ২০১৯ সালে স্থানীয় সরকার মন্ত্রণালয় কতৃক জেলায় শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়ে বিদেশ ভ্রমণের জন্য মনোনীত হয়েছিলেন। ছেলে কাজল চন্দ্র তালুকদারও ইউনিয়নের শিক্ষা বিস্তারে ভূমিকা রেখেছেন। সাম্প্রতিক নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে বিজয়ী হয়ে বাবার জয়ের ধারাবাহিকতা রক্ষা করেন। বাবার হাত থেকে ছেলের দায়িত্বগ্রহণ উপলক্ষ্যে ইউনিয়নে উৎসবের আমেজ বিরাজ করছিলো। দায়িত্ব গ্রহণ দেখতে ইউনিয়ন পরিষদে ভীড় জমান ইউনিয়নবাসী।
দায়িত্ব গ্রহণ ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ দেব, বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোঃ আবু নাসের, দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন উপ-সহকারী প্রকৌশলী ( জনস্বাস্থ্য) রাম কুমার সাহা। নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের ফুল দিয়ে বরণ করা হয়। দায়িত্বগ্রহণ ও হস্তান্তর অনুষ্ঠান উপলক্ষে ইউনিয়ন পরিষদে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।