মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে আগামী ২২ ফেব্রুয়ারি থেকে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হতে যাচ্ছে বলে ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
তবে প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এর আওতার বাইরে থাকবে বলেও জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, “যেহেতু মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের সবাইকে ইতোমধ্যে প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে। সেই সঙ্গে করোনা সংক্রমণের হারও অনেকটাই কমিয়ে এসেছে। এই জন্য আগামী ২২ ফেব্রুয়ারি এই প্রতিষ্ঠানগুলো স্বশরীরে শ্রেণিকক্ষে পাঠদান শুরু করবে।”
তিনি আরও বলেন, “প্রাথমিকের শিক্ষার্থীদের টিকা দেওয়া এখনও সম্ভব হয়নি। তাই তাদেরকে ২২ ফেব্রুয়ারি থেকে স্বশরীরে শ্রেণিকক্ষে ফেরানো হচ্ছে না। বরং আরও কিছুদিন, মোটামুটি দুই সপ্তাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আশা করছি তাদের বিষয়েও দ্রুতই সিদ্ধান্ত নেওয়া যাবে।”