কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি :-
নেত্রকোণার কলমাকান্দায় লেঙ্গুড়ায় সড়ক দুর্ঘটনায় একজন পুলিশ সদস্য সহ দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
১৬ই ফেব্রুয়ারি বুধবার বিকেলে এ ঘটনা ঘটে, স্থানীয় এলাকাবাসীরা জানান, কলমাকান্দা উপজেলার লেঙ্গুরা ইউনিয়নের সীমান্তবর্তী সাত শহীদের সমাধিস্থলে ঘুরতে আসেন তারা। ওইদিন বিকালে মোটরসাইকেলেই ফিরে আসার পথে ফুলবাড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে ঘটনাস্থলে দুজন মারা যায়। গুরুতর আহত সুমন মাহমুদ (৩০) কে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন শেরপুর জেলার নকলা উপজেলার পোলাদেশী গ্রামের মোঃ দুলাল মিয়ার ছেলে পুলিশের এ এস আই মোঃ জহিরুল ইসলাম সবুজ (৩৫) এবং একই এলাকার শিবু চেয়ারম্যানের ছেলে মোঃ ইনসান( ৩০)।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মোঃআবদুল আহাদ খান জানান ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।