দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

বাংলাদেশি তরুণ অবৈধভাবে তুরস্ক সীমান্ত পাড়ি দিয়ে গ্রিসে যাওয়ার পথে তীব্র তুষারপাতে মারা গেছেন বলে তার পরিবার ফেনী থেকে জানিয়েছে।

সংবাদমাধ্যমকে পরিবার জানায়, নিহত তরুণের নাম নজরুল ইসলাম শাহীন (২৮)। তিনি ফেনী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বারাহীপুর এলাকার আবদুর রৌউফ মাস্টারবাড়ির মিজানুর রহমানের ছেলে।

শাহীনের মামাতো ভাই নাসির উদ্দিন মানিক জানান, শাহীন ফেনীর শহীদ মেজর সালাহ উদ্দিন মমতাজ বীর উত্তম উচ্চ বিদ্যালয় থেকে ২০১০ সালে এসএসসি পাস করেন। ২০১৯ সালে জীবিকার তাগিদে ২০১৯ সালে দেশ ছেড়ে ওমান যান। দুই বছর ওমানে থাকার পর তিনি সেখান থেকে তুরস্কে চলে যান।
নাসির সংবাদমাধ্যমকে বলেন, ‘‘কিছু বন্ধুর সঙ্গে শাহীন তুরস্ক সীমান্ত পাড়ি দিয়ে গ্রিসে যাওয়ার চেষ্টা করেন। গত ২ ফেব্রুয়ারি পথে প্রবল তুষারঝড়ের কবলে পড়ে সবাই। এরপর থেকে শাহীনের কোনো খোঁজ পাচ্ছিলাম না।’’

শাহীনের বাবা মিজানুর রহমান বলেন, ‘‘দুই সপ্তাহ ছেলের খোঁজ-খবর না পেয়ে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেলের ছবি ও মুঠোফোন নম্বর দিয়ে সন্ধান চাই। মঙ্গলবার তুরস্ক থেকে মশিউর রাব্বী নামে এক প্রবাসী বাংলাদেশি শাহীনের ছবি দেখে চিনতে পারেন। তিনি পরে আমাদের সঙ্গে যোগাযোগ করে মৃত্যুর বিষয়টি জানান।’

ওই প্রবাসী জানান, শাহীনের মরদেহ তুরস্কের ইস্তাম্বুলের একটি হাসপাতালের হিমঘরে রয়েছে। মিজানুর রহমান ছেলের লাশ দেশে ফিরিয়ে আনতে সরকার ও দূতাবাসের সহযোগিতা কামনা করেছেন।

ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী সংবাদমাধ্যমকে বলেন, নজরুল ইসলাম শাহীন তুরস্কে তুষারপাতে নিহত হয়েছেন বলে স্থানীয়ভাবে জানতে পেরেছি। লাশ দেশে আনার ব্যাপারে নিহতের পরিবার পৌরসভার কোনো সহযোগিতা চাইলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সহায়তার চেষ্টা করব।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version