দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব’র আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে স্থানীয় চন্ডিপুলস্থ একটি অভিজাত রেষ্টুরেন্টে দক্ষিণ সুরমা উপজেলার সাংবাদিকদের এক সভায় এই কমিটি গঠন করা হয়।
ঢাকা প্রতিদিনের সিলেটের ব্যুরো চীফ সাদিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও দৈনিক সিলেট এক্সপ্রেস ও সিলেটপ্রতিদিন২৪ডটকমের ষ্টাফ রিপোর্টার মোহাম্মদ নুরুল ইসলামের পরিচালনায় সভায় মুক্ত আলোচনার মাধ্যমে দৈনিক শুভ প্রতিদিনের ষ্টাফ রিপোর্টার মোঃ ইমাদ উদ্দিন নাসিরীকে আহবায়ক ও ঢাকা প্রতিদিনের সিলেটের ব্যুরো চীফ সাদিকুর রহমান চৌধুরী, দৈনিক বাংলাদেশের খবরের সিলেট প্রতিনিধি জুমান আহমদকে যুগ্ম আহবায়ক, দৈনিক সিলেট এক্সপ্রেস ও সিলেটপ্রতিদিন২৪ডটকমের ষ্টাফ রিপোর্টার মোহাম্মদ নুরুল ইসলামকে সদস্য সচিব, দৈনিক সিলেটের দিনরাতের ষ্টাফ রিপোর্টার মোঃ সানওয়ার আলী, দৈনিক বিজয়ের কন্ঠের ষ্টাফ রিপোর্টার মোঃ ইসমাইল আলী টিপু, দৈনিক সিলেট বাণীর বিশেষ প্রতিনিধি সৈয়দ এমরান ফয়সল, ডেইলি নিউজ মেইলের দক্ষিণ সুরমা প্রতিনিধি সাইফুল ইসলাম শফি, দৈনিক জনপ্রত্যাশার দক্ষিণ সুরমা প্রতিনিধি মোঃ আব্দুল আলিম সহ মোট ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।