দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

ইবি প্রতিনিধি-
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের ‘এ’, ‘বি’ ও ‘সি’ ইউনিটে ভর্তিচ্ছুদের চতুর্থ মেধাতালিকা প্রকাশিত হয়েছে। এ তালিকায় ‘এ’ ইউনিটে (১৮৫৫- ৬৮৫০) ‘বি’ ইউনিটের (১৪২৬-৪৩২৬) এবং ‘সি’ ইউনিটে (১০৫৭-৪০৫৮) সিরিয়াল পর্যন্ত শিক্ষার্থীদের সাক্ষাৎকাররের জন্য ডাকা হয়েছে। এছাড়া শুধু আরবি ভাষা ও সাহিত্য বিভাগে ভর্তির জন্য (১৪২৬-১১৩৫০) সিরিয়াল পর্যন্ত শিক্ষার্থীদের সাক্ষাৎকাররের জন্য ডাকা হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তি সূত্রে এসব তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তি সূত্রে, আগামী ২২ও ২৩ ফেব্রুয়ারি সংশ্লিষ্ট ইউনিট কার্যালয়ে সকাল ১০টা থেকে এসব ইউনিটের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। প্রথম দিন অর্থাৎ ২২ ফেব্রুয়ারি ’এ’ ইউনিটে (১৮৫৫-৩৮৫২) ’বি’ ইউনিটে (১৪২৬-২৯২৬) এবং ’সি’ ইউনিটে (১০৫৭-২৫৫৭) সিরিয়াল পর্যন্ত শিক্ষার্থীদের স্বাক্ষাৎকার নেওয়া হবে। প্রথম দিন সাক্ষাৎকার শেষে আসন খালি থাকা সাপেক্ষে পরের দিন ২৩ ফেব্রুয়ারি ’এ’ ইউনিটে (৩৮৫৩-৫৩৫০) ’বি’ ইউনিটে (২৯২৭-৪৩২৬) এবং ’সি’ ইউনিটে (২৫৫৮-৪০৫৮) সিরিয়াল পর্যন্ত শিক্ষার্থীদের স্বাক্ষাৎকার নেওয়া হবে। এছাড়াও আসন খালি থাকা সাপেক্ষে আগামী ২৩ ফেব্রুয়ারি এ’ ইউনিটে (৫৩৫১-৬৮৫০) সিরিয়াল পর্যন্ত শিক্ষার্থীদের স্বাক্ষৎকার নেওয়া হবে। স্বাক্ষাৎকারের সময় শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, এসএসসি ও এইচএসসি বা সমমান সার্টিফিকেট ও রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে আনতে হবে।

উল্লেখ্য, গত ৭ ফেব্রুয়ারি শেষ হয়েছে তৃতীয় মেধাতালিকার ভর্তি প্রক্রিয়া। তৃতীয় মেধাতালিকার ভর্তি শেষেও এখনো ১ হাজার ২৭০ আসন ফাঁকা রয়েছে। বিশ্ববিদ্যালয়ের শূন্য আসন, ভর্তিসহ এ সম্পর্কিত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট (iu.ac.bd) থেকে জানা যাবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2024 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version